নিজস্ব প্রতিবেদন: সরকার গঠনের স্বপ্ন অধরাই থেকে গেল নেপালি কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবার। সরকার গঠনে লক্ষ্যে তাঁকে সমর্থন দিতে রাজী হল না জনতা সমাজবাদী পার্টির একাংশ। ফলে গদি হারিয়েও তা ফিরে পেলেন নেপালের প্রাক্তন প্রধান মন্ত্রী কে পি শর্মা ওলি। রাষ্ট্রপতি বৈদ্য দেবী ভাণ্ডারী বৃহস্পতিবার ওলিকেই প্রধানমন্ত্রী পদে বহাল করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Vaccination সম্পূর্ণ হলে মাস্ক নয় আমেরিকায়, Biden এর টুইটে নেতিবাচক প্রভাবের আশঙ্কা


বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, দেশের সবচেয়ে বড় দলের প্রধান হওয়ায় ওলিকেই প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি ভান্ডারী। শুক্রবার ওলিকে ফের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।


এদিকে, ফের গদিতে বসলেন বটে, তবে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ওলিকে(K P sharma Oli)। ওই আস্থা ভোটে ওলি পরাজিত হলে ফের সাধারণ নির্বাচন হবে নেপালে।


আরও পড়ুন- ২৪ ঘণ্টায় Corona মুক্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজারের বেশি, মৃতের সংখ্যা ৪ হাজার


উল্লেখ্য, আস্থা ভোটে হেরে গদিচ্যুত হওয়ার সরকার গড়ার তোড়জোড় শুরু করেন নেপালি কংগ্রেস প্রসিডেন্ট শের বাহাদুর দেউবা। তাঁকে সমর্থন করেন নেপালের মাওবাদী নেতা প্রচণ্ড। কিন্তু সমর্থন দেওয়ার ব্যাপারে বেঁকে বসে জনতা সমাজবাদী পার্টির একাংশ। দলের প্রসিডেন্ট উপেন্দ্র যাদব সমর্থন দেওয়ার কথা জানালেও সমর্থন দিকে অস্বীকার কর মহন্ত ঠাকুর গোষ্ঠী। ফলে সরকার গঠনের স্বপ্ন অধরাই থেকে যায় দেউবার।