নিজস্ব প্রতিবেদন: আমেরিকার হিরো কল্পনা চাওলা। তিনিই মহাকাশ গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের অনুপ্রেরণা। সোমবার মে মাসকে ‘এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মান্থ’ ঘোষণার সময় এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  প্রতি বছর মে মাসকে ‘এশিয়ান/প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ’ হিসাবেও পালন করা হবে সিলমোহর দিয়েছে মার্কিন কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে পাক বংশোদ্ভূত মুসলিম


এদিন ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কল্পনা চাওলা প্রথম ভারতীয় নারী হিসাবে মহাকাশে গিয়েছেন। স্পেস শাটল প্রোগ্রামের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। কল্পনার এই সাহসিকতা এবং ইচ্ছাশক্তি লক্ষ লক্ষ মার্কিনি মেয়েদের নভশ্চর হতে স্বপ্ন দেখাবে।”


আরও পড়ুন- পাল্টা সৌজন্য: উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চিনা বিদেশমন্ত্রী


উল্লেখ্য, ২০০৩ সালে ভূপৃষ্ঠে অবতরণের সময় স্পেস শাটল কলম্বিয়া উপগ্রহটি যান্ত্রিক গোলযোগে ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় কল্পনা-সহ আরও ৬ নভশ্চরের। কল্পনার এই কৃতিত্বের জন্য কংগ্রেস স্পেস মেডেল অব অনার দিয়ে সম্মানিত করে মার্কিন কংগ্রেস। নাসার তরফে নাসা স্পেস ফ্লাইট মেডেল ও নাসা ডিস্টিংগুইসড সার্ভিস মেডেল মরনোত্তর সম্মান হিসাবে  প্রদান করা হয়।


আরও পড়ুন- ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আর্জি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের