নিজস্ব প্রতিবেদন: শুক্রবার শীতকালীন অলিম্পিক্স শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। আগামিকাল পিয়ংচ্যাংয়ে মহাসমোরহে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের  উপস্থিতির পাশাপাশি থাকছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের বোন কিম ইও-জং। আন্তর্জাতিক স্তরে সে দেশের কোনও মহিলা এ ভাবে প্রতিনিধিত্ব করার ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দুর্নীতি মামলায় ৫ বছরের জন্য জেলে গেলেন বেগম খালেদা জিয়া


উত্তর কোরিয়ার ক্ষমতার অলিন্দে কয়েক দশক ধরে কিমের পরিবারতন্ত্র কায়েম রয়েছে। সেক্ষেত্রে কিমের বোন প্রকাশ্যে আসায় নয়া সমীকরণের জল্পনা শুরু হয়েছে উত্তর কোরিয়ায়। অক্টোবরে শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোয় সর্বসম্মতিক্রমে কিম ইও-জংয়ের নাম পাশ হয়ে বলে জানা গিয়েছে। আগে ভাই কিমের পাশে সারাক্ষণ দেখা যেত ইও-জং-কে।


আরও পড়ুন- ‘ইসলাম অবমাননা’র অভিযোগে এক ছাত্রকে হত্যা করায় ফাঁসির সাজা দিল পাক আদালত


প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ক্ষমতায় ২০১১ সাল থেকে কিম জং-উন রাজত্ব করছেন। এর আগে তাঁর   পিতা কিম জং-ইল এবং দাদু কিম ইল-সাং শাসন করেছেন।


আরও পড়ুন- শরণার্থীকে আশ্রয় দেওয়ার থেকে শাটডাউন অনেক ভাল: ডোনাল্ড ট্রাম্প