চিনে ছুরিহামলায় নিহত ৯ পড়ুয়া, আহত ১০
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.১০ মিনিট নাগাদ স্কুলফেরত পড়ুয়াদের ওপর হামলা চালায় আততায়ী। অভিযুক্তের দাবি, ওই স্কুলে পড়ত সে। সেখানে তাঁকে উত্যক্ত করত কিছু পড়ুয়া। প্রতিহিংসা চরিতার্থ করতে হামলা চালিয়েছে সে।
ওয়েব ডেস্ক: চিনে আততায়ীর ছুরিহামলায় মৃত অন্তত ৯ জন পড়ুয়া। ঘটনায় আহত হয়েছেন ১০ জন। উত্তর চিনের শান্সি প্রদেশের মিঝি কাউন্টির পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দিগ্ধ ২৮ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে। স্কুল পড়ুয়াদের ওপর ঘৃণার কারণেই একাজ করেছে সে। আহতদের হাসপাতালে চিকিত্সা চলছে।
চিনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, মৃতদের মধ্যে ৭ জন ছাত্রী ২ জন ছাত্র রয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। শান্সি প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিককালে চিনে এত বড় হামলা হয়নি।
নাতির মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী ঠাকুরমা
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.১০ মিনিট নাগাদ স্কুলফেরত পড়ুয়াদের ওপর হামলা চালায় আততায়ী। অভিযুক্তের দাবি, ওই স্কুলে পড়ত সে। সেখানে তাঁকে উত্যক্ত করত কিছু পড়ুয়া। প্রতিহিংসা চরিতার্থ করতে হামলা চালিয়েছে সে।