ওয়েব ডেস্ক: এ যেন তৃতীয় বিশ্বের ঘটনা! জার্মানিতে ট্রেনের মধ্যে সহযাত্রীদের ওপর ছুরি ও কুড়ুল নিয়ে হামলা চালাল এক আফগান তরুণ। হামলা চালিয়ে পালানোর সময় পুলিসের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তরুণের। হামলায়  আহত চার জন। তিনজনের আঘাত গুরুতর। হামলার কারণ এখনও বোঝা যায়নি। জার্মান প্রশাসনের দাবি হামলাকারী তরুণ আফগান শরণার্থী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাইকের পিছনে এর থেকে ভালো সওয়ারি আপনি আর একটা পাবেন না!


এর আগে মিউনিখ শহরের কাছে একটি রেল স্টেশনে ছুরি ও কুড়ুল নিয়ে হামলা চালানোর একটি ঘটনা ঘটেছিল, সেই হামলায় একজনের মৃত্যু হয়, আহত হয় একজন। তবে হামলাকারীর সঙ্গে কোনও উগ্রপ্রন্থী যোগাযোগ খুঁজে পাওয়া যায়নি।


আরও পড়ুন  বিয়ার ফেস্টিভ্যাল