ঘুম ভাঙতেই কানে অসহ্য যন্ত্রণা, বেরোলো টিকটিকি
ওয়েব ডেস্ক: চিনে এক ব্যক্তির কান থেকে বেরোল টিকটিকি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ছোট্ট সরীসৃপটিকে কবজা করতে রীতিমতো বেগ পেতে হয়েছে চিকিত্সকদের।
প্রতিবেদন অনুসারে, সকালে ঘুম থেকে উঠতেই কানে অসহ যন্ত্রণা শুরু হয় ওই ব্যক্তির। চিকিত্সকের কাছে নিয়ে গেলে তিনি জানান, কানে ঢুকেছে টিকটিকি। বার করার জন্য চেষ্টা চরিত্রও করেন তিনি। কিন্তু ছোট্ট টিকটিকি ছানাটি কানের মধ্যে ছোটাছুটি শুরু করে। অবশেষে তাকে জ্যান্ত উদ্ধারের চেষ্টায় নিরস্ত হন চিকিত্সক। অবশ করে বের করা হয় প্রাণীটিকে।
আরও পড়ুন - হিংসা বরদাস্ত নয়, হরিয়ানা তাণ্ডবের মধ্যেই 'মন কি বাত'-এ কড়া বার্তা প্রধানমন্ত্রীর
এখানেই সমস্যার সমাধান ভাবলে ভুল করবেন। কারণ টিকটিকি বেরোলেও খোঁজ মিলছিল না তার লেজের। কানের ভিতর তন্ন তন্ন করে টিকটিকির লেজটি খোঁজেন চিকিত্সকরা। শেষ পর্যন্ত তাঁরা জানান, সম্ভবত কানে ঢোকার আগেই লেজ খসে গিয়েছিল প্রাণীটির।