ওয়েব ডেস্ক: ২০০৯ সালে সেই দৃশ্যটার কথা মনে আছে? লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে খেলতে যাওয়ার সময় শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে হামলার সেই ছবি। মুখে কালো কাপড় বেধে সেদিন জয়বর্ধনে, সাঙ্গাকারা,ভাসদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আর ৭ বছর বাদে সেই জঙ্গিদের মৃতদেহ মুখে কাপড় জড়িয়ে নিয়ে যাওয়া হল। রবিবার লাহোরে পাকিস্তানের সিআইডি দলকে আক্রমণ করে সাত জনের একটি জঙ্গি দল। সেই জঙ্গি দলের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার টিম বাসে হামলা চালানো জঙ্গিরা। যারা সেদিন পুলিসের চোখেধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল।  


আরও পড়ুন- সেদিন ঠিক কী হয়েছিল?কী বলছেন শ্রীলঙ্কার টিম বাসের ড্রাইভার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাহোরের মানাওয়ান অঞ্চলে সশস্ত্র অবস্থায় পুলিসদের ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পুলিস পাল্টা দেয়। তাতেই মারা যায় চার জঙ্গি। দেখা যায় ওই চার জঙ্গিই ৭ বছর আগে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলা চালিয়েছিল। ওই তিন জঙ্গির নাম জুবেইর, আব্দুল ওয়াহব, আদনান আরশাদ, আতিকুর রহমান। এই জঙ্গিরা লস্করি-ই-জাঙ্গভি (Lashkar-e-Jhangvi (LeJ) )  দলের সদস্য।


সেই হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র জিম্বাবোয়ে ছাড়া আর কোনও দেশ পাকিস্তানে খেলতে যায় না। সেদিন পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে হামলায় আহত হয়েছিলেন মাহেলা জয়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা, অজন্তা মেন্ডিস, থিলান সমরাবীরা. থারাঙ্গা, চামিন্ডা ভাস। ৬ জন পাকিস্তানি পুলিসকর্মী মারা গিয়েছিলেন। বাসের উপর মোর্টার, গুলি ছুঁড়ে আক্রমণ চালিয়েছিল জঙ্গিরা।