ওয়েব ডেস্ক : বিশ্ব সন্ত্রাসের থাবায় এই মুহূর্তে প্রায় প্রতিটি দেশই ত্রস্ত। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা...সর্বত্রই চলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। তবু তাদের নির্মূল করা যাচ্ছে না। কখনও রাষ্ট্রসংঘের বৈঠকে বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক। আবা্র কখনও দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী জোট গড়ার ডাক। তবে, এর মাঝে বিশ্ব সন্ত্রাসবাদের ত্রাস ISIS-এর বিরুদ্ধে তৈরি হল নতুন গেরিলা বাহিনী। TQILA নামে একটি রূপান্তকামী সংগঠন এই গেরিলা বাহিনী তৈরি করেছে। ইরাক, সিরিয়া সহ ISIS অধ্যুষিত এলাকায় এরা জঙ্গি দমনে স্বেচ্ছায় কাজ করবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতকে ফের হুমকি চিনের, "পর্বত নাড়ানো যায়, লাল ফৌজকে না'


ISIS-এর নীতিতে রূপান্তরকামী হওয়া ধর্মের পরিপন্থী। আর তাই তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ISIS সদস্যরা সাধারণত পাথর ছুঁড়ে বা গুলি করে নৃশংসভাবে খুন করে রূপান্তকামীদের। এবার সেই খুনিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করল TQILA।


 



সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের বার্তা ও সংগঠনের কথা প্রচার করছে। কয়েকটি ছবিও পোস্ট করেছে TQILA।