ভারতকে ফের হুমকি চিনের, "পর্বত নাড়ানো যায়, লাল ফৌজকে না'

Updated By: Jul 24, 2017, 10:43 PM IST
ভারতকে ফের হুমকি চিনের, "পর্বত নাড়ানো যায়, লাল ফৌজকে না'

ব্যুরো: পর্বতকে নাড়ানো সহজ। কিন্তু লাল ফৌজকে নয়। ঠিক এই ভাষাতেই ভারতকে ফের নির্লজ্জ হুমকি দিল চিন। হুমকির পাশাপাশি অবশ্য ব্রিকসের ফাঁকে ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠকেরও ইঙ্গিত দিয়েছে বেজিং। এ সপ্তাহের শেষে বেজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনা স্টেট কাউন্সিলর ইয়াং জেচির বৈঠকের সম্ভাবনা। আরও পড়ুন- ভারতের উত্থানে 'মাথা ঠান্ডা রাখা'র বেজিং বার্তা

সুর আরও চড়াল বেজিং। ভারতকে ফের হুমকি। নিজেদের এলাকা রক্ষা করতে চিনা বাহিনী সক্ষম কি না, সে বিষয়ে ভারত যেন কোনও ভুল ধারণার মধ্যে না থাকে। সোমবার ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিল চিনের প্রতিরক্ষা মন্ত্রক।

পর্বতকে নাড়িয়ে দেওয়া সহজ। কিন্তু পিপলস লিবারেশন আর্মিকে নাড়ানো কঠিন। সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে ভারত যদি অবাস্তব বিভ্রান্তির মধ্যে থাকে, তা হলে চরম ফল পেতে হবে। এই সুরেই হুমকি দিল চিন। চিনের এই হুমকি অবশ্য নতুন নয়। জুন মাসের গোড়ায় ডোকালামে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকে প্রায় রোজই ভারতকে হুমকি দিচ্ছে ড্রাগন। কখনও সরকার  নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, কখনও বিদেশ মন্ত্রক তো কখনও প্রতিরক্ষা মন্ত্রক। যে এলাকায় এখন ভারত ও চিনের সেনা মুখোমুখি অবস্থানে রয়েছে, সেই ডোকালাম পুরোপুরি চিনের এলাকা বলে এদিনও দাবি করেছে বেজিং। চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেছেন, আমরা খুব কড়াভাবেই ভারতকে বলছি বাস্তবসম্মত পদক্ষেপ করতে। ভুল শুধরে নিতে। প্ররোচনা বন্ধ করতে। সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চিনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে বলছি ভারতকে। আরও পড়ুন- "কমরেডস, ধর্ম ছাড়ুন নাহলে শাস্তি পেতে প্রস্তুত হোন", বার্তা চিনা কমিউনিস্ট পার্টির

হুমকির পাশাপাশি অবশ্য ব্রিকসের ফাঁকে ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠকেরও ইঙ্গিত দিয়েছে বেজিং। এ সপ্তাহের শেষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনা স্টেট কাউন্সিলর ইয়াং জেচির সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বৃহস্পতিবার বেজিং উড়ে যাচ্ছেন অজিত।

.