বেঁচে ছিলেন ২৫৬ বছর, বিয়ে করেছিলেন ২৩টা!
মাঝে মধ্যেই খবরে আসে ইনিই পৃথিবীর প্রবীণতম ব্যক্তি। তাঁদের কারোর বয়স ১২০, কারোর হয়তো ১০৯। কিন্তু তাই বলে ২০০ বছর বেঁচেছেন? এমনটা শোনা যায়নি কখনও। কিন্তু ইনি ২০০ বছরের বেশি বেঁচেছিলেন। এমনটাই দাবি।
ওয়েব ডেস্ক : মাঝে মধ্যেই খবরে আসে ইনিই পৃথিবীর প্রবীণতম ব্যক্তি। তাঁদের কারোর বয়স ১২০, কারোর হয়তো ১০৯। কিন্তু তাই বলে ২০০ বছর বেঁচেছেন? এমনটা শোনা যায়নি কখনও। কিন্তু ইনি ২০০ বছরের বেশি বেঁচেছিলেন। এমনটাই দাবি।
চিনের বাসিন্দা লি চিং ইউয়েন। ১৬৭৭ সালে তাঁর জন্ম হয়। এরপর এক এক করে পার করে দেন ২৫৬টি বসন্ত। আর এই সময়ের মধ্যে তিনি বিয়ে করেছেন ২৩ বার। আর এই ২৩ জন বউকে নিয়ে সংসারে তাঁর সন্তানের সংখ্যা ১৮০। ১৯৩৩ সালে লি-এর মৃত্যুর পর ২৩ জন স্ত্রী, ১৮০ জন ছেলেমেয়ে সবাইকে একসঙ্গে দেখা যায় তাঁকে সমাহিত করতে।
কিন্তু, কী জাদুতে এতবছর বেঁচেছিলেন লি? জানা গেল মন্ত্র ছিল একটাই, কচ্ছপের মত বসে থাকত সে। ঘুমোত কুকুরের মত গুটিসুটি মেরে। হৃদস্পন্দন ছিল অত্যন্ত ধীরগতিতে। তাঁর দিন কাটত শিল্প ও গাছপালা নিয়ে।
অনেকে আবার বলেন, লি-এর জন্ম ১৬৭৭-এ নয়। ১৭৩৬ সালে। সেক্ষেত্রে তাঁর বয়স দাঁড়ায় ১৯৭ বছর। সেটাই বা কম কীসে?