নিজস্ব প্রতিবেদন: বিদ্যুৎ বিভ্রাট ঘিরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। ব্যাবসায়ীদের প্রতিবাদের জেরে অগ্নিগর্ভ মুজাফরাবাদ। অবরোধ করে রাখা হল নীলম ভ্যালি, জ্বালানো হল টায়ার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এএনআই সূত্রে খবর, ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ার কারণে এলাকায় চলছে বিদ্যুৎ বিভ্রাট। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে মুজাফরাবাদে এই বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে খবর। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি ডাকা হয় স্থানীয় ব্যবসায়ী সমিতির প্রধান অঞ্জুমান তেজিরান। স্লোগান দেওয়া হচ্ছে জল ও বিদ্যুৎ বিভ্রাট উন্নয়ন সমিতি ও পাক প্রধানমন্ত্রী বিরুদ্ধে। 




এদিকে জোর করে বিক্ষোভ বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে।