ওয়েব ডেস্ক : ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনও দিয়েছিলেন সেখানে। লিখেছিলেন, ‘কিস মাই বটম।’ টেলিভিশন সঞ্চালিকার ওই ‘দুঃসাহস’ দেখে ক্ষোভে ফেটে পড়েন এক রক্ষণশীল। তারপরই টেলিভিশন চ্যানেলের ওই সঞ্চালিকাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও হুমকি পাওয়ার পর পরই ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু, তাতেও বন্ধ নয়নি সমালোচনা। ‘প্রাণের মায়া থাকলে’ ওই সঞ্চালিকা যেন ইসলামের বিরুদ্ধে কোনও মন্তব্য থেকে বিরত থাকেন, এসেছে এমন হুমকিও।



ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। ‘মুসলিম মহিলাদের ভ্রু প্ল্যাক করা অপরাধ’ বলে সম্প্রতি এক খবরের জেরে চোটে যান ‘লুজ ওমেন’ খ্যাত সাইরা খান নামে ওই টেলিভিশন সঞ্চালিকা। সোশ্যাল সাইটে নিজের বিকিনি পরা ছবি পোস্ট করে সাইরা খান ওই সংশ্লিষ্ঠ মৌলবাদীর বিরুদ্ধে কটাক্ষ করেন। পাশাপাশি নিজের বিকিনি পরা ছবিও পোস্ট করেন তিনি।


সাইরার ওই ছবি এবং সেখানে তাঁর কমেন্ট দেখে খেপে যান কট্টরপন্থীরা। হুমকি দেওয়া হয়, ‘প্রাণের মায়া থাকলে  নিজের মুখ বন্ধ করোl ইসলামের সমালোচনাও বন্ধ করো।’ এরপরই ওই সঞ্চালিকার বিরুদ্ধে সোশ্যাল সাইটে তীব্র সমালোচনা করা হয়। সাইরাকে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশও। তাতে অবশ্য দমে যাননি সাইরা। উল্টে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।


সাইরার অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে।