ওয়েব ডেস্ক: গুগল ম্যাপ দেখে পথ চলা এতদিনে আমরা অনেকেই অভ্যাস করে ফেলেছি। গলি ঘুঁচি হোক বা রাজপথ, চেনা রাস্তা থেকে বেরোলেই নজর চলে যায় গুগল ম্যাপের দিকে। কিন্তু এই প্রবণতা যে কত মারাত্মক হতে পারে তা টের পেলেন ৩ মার্কিন যুবক। অন্ধের মতো গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে গিয়ে পড়লে বরফে ঢাকা হ্রদে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরমন্ট প্রদেশের পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপের দিকে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। গাড়িতে সওয়ার ছিলেন তাঁর আরও ২ বন্ধু। গুগল ম্যাপের দিকে তাকিয়ে ভাড়ার গাড়িটি চালিয়ে জমাট হ্রদে নেমে পড়েন তিনি।  


আরও পড়ুন - ডিম ফাটিয়ে হট প্যানে ঢাললেই বরফ! দেখুন ভিডিও


মার্কিন ওই যুবক জানিয়েছেন, গুগল ম্যাপ তাকে সোজা যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে তিনি এগোতেই নৌকার ঘাটের ওপর দিকে গিয়ে পড়েন হ্রদে। হ্রদের ওপর জমাট বরফ থাকায় প্রথমে কিছুটা পিছলে বরফের স্তর ভেঙে তলিয়ে যায় গাড়িটি। পুলিসের দাবি, এই কাণ্ড ঘটানোর সময় মোটেও নেশার ঘোরে ছিলেন না চালক।