নিজস্ব প্রতিবেদন: ধর্মের নামে যখন রোজই ভেদাভেদ বাড়ছে সমাজে তখন মালয়েশিয়া থেকে প্রকাশ্যে এক অন্য রকম ভিডিও। সাম্প্রদায়িক সৌহার্দের উদাহরণ হিসাবে অনেকেই এই ভিডিওকে তুলে ধরছেন সোশ্যাল সাইটে। ভিডিওতে দেখা যাচ্ছে গুরুদ্বারে প্রার্থনা চলাকালে সেখানে নমাজ পড়ছেন এক মুসলিম যুবক।  ভিডিয়োটি দেখে অনেকেই বলছেন, 'যাঁরা ধর্মের নামে ঘৃণা ছড়াচ্ছেন তাঁদের শিক্ষা নেওয়া উচিত।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভিডিয়োটি মালয়েশিয়ার একটি গুরুদ্বারের বলে দাবি করা হচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গুরুদ্বারে প্রার্থনা চলছে। তখন সামনে বসে নমাজ পড়ছেন এক মুসলিম যুবক। নীল শার্ট পরে নমাজ পড়তে দেখা যাচ্ছে ওই যুবককে। 


Pics: কপালের ফেরে সবজি বিক্রি করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে


ফেসবুকে এই ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের মতো শেয়ার হতে শুরু করেছে। যুবক ও গুরুদ্বার কর্তৃপক্ষের সহিষ্ণুতার প্রশংসা করছেন সবাই।