Manike Mage Hithe : `মানিকে মাগে হিথে`র নয়া মার্কিনি ভার্সনে বুঁদ তামাম নেট দুনিয়া
ইওহানির গানে কিছু নিজস্ব স্টাইল যোগ করেছেন এরিক।
নিজস্ব প্রতিবেদন : আবার একবার 'মানিকে মাগে হিথে' জ্বরে কুপোকাৎ বিশ্ব! এবার 'মানিকে মাগে হিথে'র মার্কিনি ভার্সনে বুঁদ তামাম নেট দুনিয়া। নেটিজেনরা বলছেন, "দারুণ!" এমনকি তাদের কথায়, এটা নাকি আসলের থেকেও বেশি ভালো।" সবমিলিয়ে ইতিমধ্যেই ভাইরাল মার্কিনি 'মানিকে মাগে হিথে'।
মার্কিন গায়ক এরিক হেনরি হেইনরিকস গানটি গেয়েছেন। শ্রীলঙ্কার পপ গায়িকা ইওহানির গানে কিছু নিজস্ব স্টাইল যোগ করেছেন এরিক। আর সেটাই হয়ে গিয়েছে ফের ভাইরাল। শুনুন এরিকের গাওয়া 'মানিকে মাগে হিথে'-
নয়া ভার্সনে শ্রীলঙ্কান লিরিকসের সঙ্গে কিছু ইংরেজি লিরিকসও যোগ করেছেন এরিক। প্রসঙ্গত, এরিক মার্কিন নাগরিক হলেও শ্রীলঙ্কাতেই থাকেন। সমুদ্র সৈকত ও রেললাইনের উপর গানটির ভিডিয়ো শুট করেছেন তিনি।