ওয়েব ডেস্ক : "এক টানেতে যেমন তেমন/ দু’টানেতে রোগী/ তিন টানেতে রাজা উজির/ চার টানেতে সুখী..." সেই সুখের খোঁজেই এবার প্রতিবাদ। প্রতিবাদের দাবি, গাঁজার উত্পাদন ও বিক্রি নিষিদ্ধ করা যাবে না। তাকে আইনত স্বীকৃতি দিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ব্রাজিলের রিও ডি জেনেইরোর ইপানেমা সমুদ্র সৈকত। সেখানে গাঁজার নেশায় বুঁদ সবাই। ছেলেবুড়ো, তরুণী-বৃদ্ধা কে নেই সেখানে! সবাই সামিল হয়েছেন প্রতিবাদে। প্রায় হাজারখানেক মানুষ জড় হন ইপানেমা বিচে। তারপর, কাগজে গাঁজা পুরে দে টান... পোশাকি নাম "মারিজুয়ানা মার্চ"। জনসমক্ষে, প্রকাশ্যে তখন চলছে গাঁজা খাওয়ার 'উত্সব'। নিষেধাজ্ঞাকে থোরাই কেয়ার করে সবাই তখন নিজেকে 'রাজা উজির' ভাবতেই ব্যস্ত।