নিজস্ব প্রতিবেদন: ফেসবুকের প্রতিষ্টাতা মার্ক জুকেরবার্গের মুকুটে নতুন পালক। দুনিয়ার তৃতীয় সর্বোচ্চ ধনীর তকমা পেলেন জুকেরবার্গ। তাঁর সামনে এখন বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট ও মাইক্রোসফটের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। ওই তালিকা তৈরি করেছে ব্লুমবার্গ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাওনা ২৫ লাখ টাকা দিচ্ছেন না সায়ন্তিকা, পাল্টা অভিযোগ জয়ের পরিবারের


উল্লেখ্য, এই প্রথম টেকনোলজি দুনিয়া থেকে প্রথম তিনজন ধনীদের তালিকায় স্থান পেলেন। মাত্র ২৩ বছর বয়সে একশো কোটি টাকার মালিক হয়েছিলেন জুকেরবার্গ। এবার ৩৪ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়াল ৫.৫ লাখ কোটি টাকা।


আরও পড়ুন-অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচারের চেষ্টা, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ গৃহবধূর


ফরচুন ম্যাগাজিনের একটি রিপোর্ট অনু‌যায়ী দুনিয়াজুড়ে বিনিয়োগকারীরা এখন ফেসবুকের দিকে ঝুঁকছেন। কোনও কোনও মহল মনে করছে তার ফলেই দেখা ‌যাচ্ছে ডেটা ফাঁস হয়ে ‌যাওয়ার অভি‌যোগ সত্বেও ফেসবুকের শেয়ার সম্প্রতি ২.৪ শতাংশ বেড়েছে। ২০১২ সালে বাজারে আসার পর ফেসবুকের স্টক ৪০০ শতাংশ বেড়েছে।