পাওনা ২৫ লাখ টাকা দিচ্ছেন না সায়ন্তিকা, পাল্টা অভিযোগ জয়ের পরিবারের

 দীর্ঘ নয় বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন জয়-সায়ন্তিকা।

Updated By: Jul 7, 2018, 03:10 PM IST
পাওনা ২৫ লাখ টাকা দিচ্ছেন না সায়ন্তিকা, পাল্টা অভিযোগ জয়ের পরিবারের

নিজস্ব প্রতিবেদন: সায়ন্তিকা-জয়ের ঘটনায় নয়া মোড়! সম্পর্কের টানাপোড়েন নয়, অভিনেত্রী এবং অভিনেতার মধ্যে বিবাদের কারণ নাকি আসলে ২৫ লাখ টাকা।

পড়ুন- সায়ন্তিকার ওপর প্রাক্তন প্রেমিকের হামলা, গ্রেফতার অভিযুক্ত

জয়ের পরিবারের তরফে দাবি করা হচ্ছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে ২৫ লাখ টাকা পান জয়। বারবার সেই টাকা চাওয়া সত্ত্বেও টলি নায়িকা সেই টাকা দিতে অস্বীকার করেছেন, এমনই দাবি জয়ের পরিবারের।

জয় বন্দ্যোপাধ্যায়ের ভাই জানিয়েছেন, জয় এবং সায়ন্তিকা, দু-জনে মিলে দক্ষিণ কলকাতার শঙ্খমণি অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট কিনেছিলেন। কথা ছিল, ফ্ল্যাটের দাম বাবদ ৩০ লাখ টাকা করে দেবেন দু'জনেই। জয়  পূর্ব শর্ত অনুযায়ী ৩০ লাখা টাকাই দেন। কিন্তু অভিনেত্রী পিছু হঠেন। ৫ লাখ টাকা দিলেও বাকি ২৫ লাখ টাকা নাকি আর দেননি সায়ন্তিকা। এই কারণেই জয়-সায়ন্তিকার মধ্যে বচসা হয় এবং পরিস্থিতি এই জায়গায় পৌঁছায় বলে জানিয়েছেন জয়ের ভাই। 

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন জয়-সায়ন্তিকা। কয়েক মাস হল তাঁদের বিচ্ছেদ হয়েছে। টলিপাড়ায় এমনও শোনা যায়, মত্ত অবস্থায় জয় সায়ান্তিকাকে মারধর করত। মানসিক এবং শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরেই নাকি জয়ের সঙ্গ ত্যাগ করেন সায়ন্তিকা। যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছে জয়ের পরিবার। ধূমপান ছাড়া আর কোনও নেশাই জয়ের ছিল না, মদ কখনও ছুঁয়েও দেখেননি, দাবি জয়ের পরিবারের।

 

 

 

.