৭ মাত্রার প্রবল ভূমিকম্প, জোর আতঙ্ক
সংবাদদাতা : ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ক্যালিডনিয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফরাসী উপনিবেশ নিউ ক্যালিডনিয়ায় যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭।
ইউ এস জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, মঙ্গলবার এক ঝটকায় কেঁপে ওঠে নিউ ক্যালিডনিয়া। কম্পনের আঁচ পেতেই মানুষ হুড়মুড়িয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া থেকে ৯১৪ কিলোমিটার পূর্বে এবং নিউজিল্যান্ড থেকে ৯৭৯ দক্ষিণে অবস্থিত প্রশান্ত মহাসাগরের ফরাসী উপনিবেশ নিউ ক্যালিডনিয়া। স্থানীয় সময় সকাল ১২.২৪ মিনিটে ওই অঞ্চল আচমকা কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে বড়সড় ওই কম্পনের পরও সুনামি সতর্কতা জারি করা হয়নি। হতাহতেরও কোনও খবর মেলেনি।
আরও পড়ুন : সাত সকালে ভূমিকম্প, জোর আতঙ্ক
গত শুক্রবার সকালে ৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের মান্ডি। আতঙ্কের জেরে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। তবে আহত ও নিহতের কোনও খবর পাওয়া যায়নি।