নিজস্ব প্রতিবেদন: ঘুম ভাঙল সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরির। তার জেরে ঘন ধোঁয়ায় ঢেকে গেল ইন্দোনেশিয়ার আকাশ। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই ধোঁয়া। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চুপিসারে তৃতীয় বিয়ে সারলেন ইমরান খান


সোমবার সিনবাং-এর অগ্ন্যুত্পাতের পর বিমান চলাচলের উপর সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইসরি। সে দেশের বিপর্যয় মোকাবিলা দফতর জানাচ্ছে, গরম ধোঁয়া দক্ষিণে প্রায় ৫ কিলোমিটার ছড়িয়ে পড়েছে।  ২০১০ সালে এই আগ্নেয়গিরি জেগে ওঠায় প্রাণ যায় দু'জনের।


আরও পড়ুন- সুখ দিতে অপারগ, কন্ডোম না-পসন্দ প্রেসিডেন্টের


এই মুহূর্তে ইন্দোনেশিয়া জুড়ে সিনাবাং-এর মতো সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ১২০টির মতো। বছরভর অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে চলেছে সেখানে। আর এর প্রভাবে ইন্দোনেশিয়ার ৩০ হাজার মানুষ ঘর ছাড়া। গত নভেম্বরে ৪০০ উড়ান বাতিল করা হয়েছে শুধুমাত্র অগ্ন্যুত্পাতের জন্য।


আরও পড়ুন- হজে 'সেবক' এবার বৃহন্নলারা