নিজস্ব প্রতিবেদন: রমজানের শুরু থেকেই মুখভার মক্বার। করোনা সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায়, তাই প্রায় শূন্য মক্বাতেই হয়েছিল রমজানের শুরু। কিন্তু সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর হদিশ মিলেছে মক্বাতেই।
এখনও পর্যন্ত সৌদি আরবে মোট করোনা আক্রান্ত ৫৪ হাজার ৭৫২ জন। যার মধ্যে মক্বাতেই সংখ্যাটা ২২ হাজার ছাড়িয়েছে অর্থাৎ মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশ। শুধুমাত্র গতকাল অর্থাৎ রবিবারই করোনা আক্রান্তর সংখ্যাটা ২ হাজার ৭৩৬। যার মধ্যে সর্বোচ্চ ৫৫৭ জনের ঠিকানা মক্বা, তারপর যথাক্রমে রিয়াধ ও মদিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের দুই খুদে 'করোনা যোদ্ধাকে' স্যালুট জানালেন মার্কিন প্রেসিডেন্ট


স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ড: মহম্মদ আল আবদালি অবশ্য জানিয়েছেন, সুস্থ হওয়ার হার ধীরে ধারে বাড়ছে। তিনি আরও বলেছেন,"একটা বিশ্বমারীর ক্ষেত্রে সূচক ওঠা-নামা করবে, এটাই স্বাভাবিক। সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।"
মোট ৫৪ হাজার ৭৫২ জন আক্রান্ত হলেও ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৩১২ জন। যার ফলে এখন সৌদি আরবে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ হাজারের আশেপাশে। সারা বিশ্বে এই মারণ ভাইরাসের কবলে প্রাণ গিয়েছে ৩ লক্ষেরও বেশি মানুষের। আক্রান্ত ৪৮ লক্ষ ছাড়িয়ে ৫০ লক্ষের দোরগোড়ায়।