নিজস্ব প্রতিবেদন: জার্মানির এক ব্যক্তি সর্বাধিকবার দেহ পরিবর্তন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। ওই ব্যাক্তির নাম রল্ফ বুখহলজের।  ৫১ এর বেশি বার দেহ পরিবর্তন করেছেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, রল্ফ জার্মানিতে একটি টেলিকম সংস্থায় তথ্য প্রযুক্তিতে কাজ করেন।  ৪০ বছর বয়সে তিনি নিজের প্রথম ট্যাটু এবং ছিদ্র দিয়ে দেহ পরিবর্তনের যাত্রা শুরু করেন। এরপর প্রায় ২০ বছরের বেশি সময় ধরে, কণ্ঠস্বর, ঠোঁট, ভ্রু, নাক এবং কপালে দুটি ছোট শিং সহ আরও নানা কাজ করেছে শরীরে।


 



দেহ পরিবর্তনগুলি কেবল বাহিরের পরিবর্তিত হয়েছে,রল্ফ বলেছেন, এটি আমাকে বদলায় নি। আমি একই ব্যক্তি।র ল্ফের পরিবর্তনের মধ্যে রয়েছে ৪৫৩ টি ছিদ্র।  ২০১০ সালে তিনি গিনেসের দ্বারা সর্বাধিক সংখ্যক দেহ বিঁধানো ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন। ২০১৪ সালে দুবাই বিমানবন্দর থেকে তাকে হোটেলে যাওয়ার পথে জনসাধারণের নজরে এসেছিলেন।