ওয়েব ডেস্ক: পোপ এবার খেলার ময়দানে। না না ভাববেন না যেন, পোপ  পায়ে ফুটবল নিয়ে নেমে পড়তে চলেছেন বা ক্রিকেট ক্রিজে ব্যাট হাতে হেলমেট মাথায়। আসলে পোপ ফ্রান্সিসের ডাকে বিশ্ব বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে পৃথিবীর ১৫০ সেরা খেলোয়াড়দের সঙ্গে। উদ্দেশ্য একটাই- খেলায় বিশ্বাস ফেরানো।


আরও পড়ুন- এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন এখনও খেলা না ছাড়া এই তারকা ক্রিকেটার


এই বৈঠকের মূল আলোচ্য খেলায় বিশ্বাস ও পরিচ্ছন্নতা ফেরানো। আর কে না জানে যে, সৌভাতৃত্ব ও একতা তৈরি করতে  খেলাধুলার কোনও বিকল্প নেই। পোপের ডাকে এই বৈঠকে কে না থাকছেন! পেলে থেকে শুরু করে রজার ফেডেরার সবাই আসছেন এই আলোচনার আসরে। আবার আন্তর্জাতীক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখও উপস্থিত থাকবেন এই 'বিশুদ্ধ বৈঠকে'।


আরও পড়ুন- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে হ্যাটট্রিক রুমানার