নিজস্ব প্রতিবেদন: প্রায় ৫০ বছরের দাম্পত্য। একই সঙ্গে শুরু হয়ে একই সঙ্গে শেষ হল! বিস্মিত গোটা বিশ্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেসলি ও প্যাট্রিসিয়া। আমেরিকার মিশিগানের দম্পতি। তাঁরা নাচতেন একসঙ্গে। বাচ্চাদের সামলাতেন একসঙ্গে। নাতি-পুতিদের সঙ্গও একই সঙ্গে উপভোগ করতেন। কোভিড-পর্বে দু'জনেই করোনা আক্রান্ত হলেন। এবং শেষমেশ মারাও গেলেন একত্রে। ৭৮ ও ৭৫  বছরের প্যাট্রিসিয়া ও লেসলি গত মঙ্গলবার মারা গেলেন এক সময়ে। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় বিকেল ৪টে ২৩ মিনিট! আক্ষরিক অর্থেই এ হেন 'দাম্পত্য' দেখে তাজ্জব গোটা বিশ্ব। 


তাঁদের মেয়ে জোয়ান্না সিস্ক জানান, বাবা-মা আক্ষরিক অর্থেই সব কাজ এক সঙ্গে ভাগ করে নিতেন। তবে তাঁদের (মৃত্যুর) এই ঘটনাটায় আমরা শোকার্ত। তবে এটা আমাদের তত আশ্চর্য করে না, কেননা তাঁরা তো সত্যিই সব সময়ে এক সঙ্গেই থাকতেন। যদিও তাঁর বয়ানেই তাঁর বাবা-মায়ের অবিচুয়ারিতে এ-ও লেখা হয়েছে-- আমরা যারা তাঁদের জানি, তারা অবশ্য এটা জানি, মা প্রথমে মারা গিয়েছেন এবং যাওয়ার সময়ে বাবাকে বলে গিয়েছিলেন, এ বার যাওয়ার সময় হল!


জানা গিয়েছে, হোটেলে খেতে গিয়ে কোনও ভাবে তাঁরা করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। একই সঙ্গে তাঁরা হাসপাতালেও ভর্তিও হয়েছিলেন। মারাও গেলেন এক সঙ্গে। 


আরও পড়ুন:   ক্ষুধার্ত বানরদের পিয়ানো শোনালেন পিয়ানিস্ট পল