ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিকস কূটনীতিতে বেজায় চটেছে পাকিস্তান। ব্রিকস সম্মেলনে প্রতিবেশী দেশকে সন্ত্রাসের ধাত্রীভূমি হিসেবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপদেষ্টা সরতাজ আজিজ এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর অভিযোগ, ব্রিকস ও বিমস্টেক সম্মেলনে রাষ্ট্রনেতাদের ভুলপথে চালিত করেছেন নরেন্দ্র মোদী।


আরও পড়ুন- ভারত আক্রমণে পাকিস্তান সেনার নতুন ছক!


জম্মু কাশ্মীরে নিজেদের নির্মম অত্যাচার ধামাচাপা দিতেই মোদী সরকার সন্ত্রাস নিয়ে গলা ফাটাচ্ছে বলে অভিযোগ আজিজের। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার পাল্টা অভিযোগ তুলেছেন পাক উপদেষ্টা। বাছবিছার না করে সব ধরনের সন্ত্রাস নির্মূলেই পাকিস্তান, ব্রিকস ও বিমস্টেকভুক্ত দেশগুলির পাশে রয়েছে বলে দাবি তাঁর। যদিও ব্রিকসে যোদ্ধার মতো কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দাবি করেছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন।


আরও পড়ুন-  অবশেষে লস্কর-ই-তইবাকে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন বলে ঘোষণা অ্যামেরিকার