ওয়েব ডেস্ক : পর পর বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী মোগাদিসু। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩১ জনের। আহত অন্তত ২৭৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সার জন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণস্থল দুটির মধ্যে একটি মোগাদিসুর ব্যস্ততম এলাকা সাফারি হোটেলের বাইরে। অধিকাংশ মানুষের মৃত্যু হয় সেখানেই। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকার কয়েকটি বিল্ডিংয়ের কাঁচ ভেঙে যায়। আগুন ধরে যায় সেখানে পার্ক করে রাখা গাড়িগুলিতেও। বিস্ফোরণে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করার সময় খবর মেলে শহরের মেদিনা এলাকায় নতুন করে আরও একটি বিস্ফোরণ হয়েছে। সেখানেও হতাহতের সংখ্যা অনেক।


ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিস বিস্ফোরণস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।


আরও পড়ুন- আফ্রিকার মানুষের সাথে জন্তু-জানোয়ারের তুলনা, ছবি সরাল চিনা মিউজিয়াম