জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংবিধানিক পদে অদল-বদল বাংলাদেশেও। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন শাহবুদ্দিন চুপ্পু। রবিবার সকালে বাংলাদেশ সরকার শাহবুদ্দিনের নাম নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন শাহবুদ্দিন। প্রাক্তন মুক্তিযোদ্ধা তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শাহবুদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামি লিগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি আবার প্রাক্তন বিচারপতিও। শাহবুদ্দিনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Turkey-Syria Earthquakes: তুরস্ক-সিরিয়ার মৃতের সংখ্যা ২৯ হাজার পার, ১২৮ ঘণ্টা পর উদ্ধার ২ মাসের শিশু


দলীয় প্রার্থী হিসেবে রবিবার শাহবুদ্দিনের নাম নির্বাচন কমিশনে দাখিল করেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবীণ রাজনীতিক শাহবুদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘আস্থাভাজন’ বলেই পরিচিত। গত বছর তাঁকে আওয়ামি লিগের প্রচার এবং প্রকাশনা কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছিলেন স্বয়ং হাসিনাই। প্রাক্তন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। প্রাক্তন বিচারপতি হওয়ায় আইন এবং সংবিধান সম্পর্কেও শাহবুদ্দিনের গভীর জ্ঞান ও ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।


আরও পড়ুন: US Jet: আকাশে চিনা চর! রহস্যময় উড়ন্ত বস্তুকে গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট


বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, রবিবারই। এখনও পর্যন্ত যা খবর, এই পদের প্রার্থী হিসেবে আর কেউ তাঁর নাম মনোনয়নের জন্য জমা দিচ্ছেন না। সে দেশের বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি কোনও প্রার্থী দেয়নি। ফলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিততে চলেছেন শাহবুদ্দিন। যদি এর মধ্যে আর কেউ মনোনয়ন জমা দেনও, তা সত্ত্বেও শাহবুদ্দিনের জয় নিয়ে প্রায় কোনও পক্ষেরই কোনও সংশয় নেই বলেই জানিয়েছে ওয়াকিবহাল মহল। 


সংশ্লিষ্ট মহল জানিয়েছে, যেহেতু বাংলাদেশের সংসদে আওয়ামি লিগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তাদের মনোনীত প্রার্থী শাহবুদ্দিনই ২২তম রাষ্ট্রপতির চেয়ারে বসছেন বলে মোটামুটি ধরেই নেওয়া যায়। শাহবুদ্দিন সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশ প্রেসিডেন্ট মহম্মদ আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। প্রসঙ্গত, সংসদের ৩৫০টি সিটের মধ্যে আওয়ামি লিগের দখলেই ৩০৫টি সিট। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)