জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফ্রিকার দেশগুলির বাইরেও মাঙ্কিপক্সের মারণ থাবার কথা সদ্য জানা গিয়েছে! আফ্রিকার বাইরে মাঙ্কিপক্স থেকে মৃত্যুর ঘটনা ঘটল ব্রাজিল ও স্পেনে। কিন্তু তার পরেই জানা গেল মাঙ্কিপক্স নিয়ে নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করার কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল শুক্রবার ক্রমশ ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তিনি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠা মাঙ্কিপক্সের মারণ সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে তাঁর স্টেটে 'স্টেট ডিজাস্টার ইমার্জেন্সি' ঘোষণা করছেন। 


কেন এই জরুরি অবস্থা ঘোষণা? 


আসলে একটি তথ্য তাদের চমকে দিয়েছে-- আমেরিকায় মাঙ্কিপক্স থেকে ভুগছে এরকম প্রতি চারজনের একজন নিউ ইয়র্কের। ২৯ জুলাই পর্যন্ত পাওয়া হিসেব পর্যন্ত, নিউ ইয়র্কে মোট ১৩৮৩টি অর্থোপক্স বা মাঙ্কিপক্সের কেসের হিসেব নথিভুক্ত হয়েছে!    


ব্রাজিল ও স্পেনে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্রাজিলে মাঙ্কিপক্স আক্রান্ত একজন মারা গিয়েছেন। তাঁর বয়স ৪১ বছর। আফ্রিকার দেশগুলির বাইরে মাঙ্কিপক্সে এটিই প্রথম মৃত্যু। ব্রাজিলের পরে স্পেনে মাঙ্কিপক্সে একজনের মৃত্যু ঘটেছে। ইউরোপে মাঙ্কিপক্সে এটি প্রথম মৃত্যু। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণকে কেন্দ্র করে স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে। যদিও মাঙ্কিপক্স সংক্রমণের সংখ্যা এখনও অনেকটাই কম। এ ছাড়া সাধারণ মানুষের মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার ঝুঁকিও কম বলে জানা গিয়েছে।


ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি লিম্ফোমায় ভুগছিলেন। এ ছাড়া তাঁর শরীরে রোগ প্রতিরোধক্ষমতাও দুর্বল ছিল বলে জানা গিয়েছে। আগে থেকে অন্য রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। আর এর ফলে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। ব্রাজিলে এখনও পর্যন্ত ১০৬৬ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, এমন সন্দেহভাজনের তালিকায় রয়েছেন আরও ৫১৩ জন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি তথ্য থেকে অন্যরকম একটা বিষয় সামনে আসছে। দেখা যাচ্ছে, দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে যে ৯৮ শতাংশ পুরুষ রোগীর শরীরে তাঁরা অন্য পুরুষদের সঙ্গে যৌনসংসর্গে লিপ্ত হয়েছেন।


ব্রাজিলে মাঙ্কিপক্সে মৃত্যুর কথা জানার কিছুক্ষণ পরেই স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপে প্রথম মাঙ্কিপক্সে মৃত্যুর কথা জানাল। এক প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মাঙ্কিপক্সে আক্রান্ত ৩৭৫০ রোগীর সম্পর্কে তথ্য পাওয়া গেছে সে দেশে। তাতে দেখা যাচ্ছে, এর মধ্যে ১২০ জন বা ৩.২ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি। তবে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটা ব্যক্তি সম্পর্কে স্পেন আর তেমন কোনো তথ্য জানায়নি।


যুক্তরাষ্ট্রের দেওয়া হিসাব অনুযায়ী, বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত ২১১৪৮ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এই সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামের একটি ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাসের শ্রেণিতে পড়ে। করোনা অতিমারীর প্রাদুর্ভাবের মধ্যেই উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। তবে এর আগে সাধারণত আফ্রিকার দেশগুলিতেই এই ভাইরাস শনাক্ত হত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Kentucky Floods: বিপুল বৃষ্টিতে ডুবে গিয়েছে গোটা শহর, ১৬ জনের মৃত্যু...