নিজস্ব প্রতিবেদন : নিউজিল্যান্ডে এবার দেখা মিলল দৈত্যাকার পাখির। আর ওই খবর ছড়াতেই জোর গুঞ্জন শুরু হয়েছে নিউজিল্যান্ড জুড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল সাইটে শুরু হয়েছে জোর জল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, দক্ষিণ নিউজিল্যান্ডের হ্যামডেন সমুদ্র সৈকতে মিলেছে একটি দৈত্যাকার পেঙ্গুইনের জীবাশ্ম। গবেষকদের মতে, যে দৈত্যাকার পেঙ্গুইনের জীবাশ্ম সামনে এসেছে, তাদের ওজন কমপক্ষে ২২০ পাউন্ড। শুধু তাই নয়, ওই পেঙ্গুইনগুলি ৫ থেকে ১০ ইঞ্চি লম্বা। যা একজন মানুষের সমান বলেই জানিয়েছেন গবেষকরা।


৫কোটি ৫০ লক্ষ বছর আগে দৈত্যাকার ওই পেঙ্গুইনের অস্তিত্ব ছিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।