ওয়েব ডেস্ক: দক্ষিণ কোরিয়ার দুর্নীতি-কেচ্ছা জর্জরিত শাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন বামপন্থা ঘেঁষা মানবাধিকার আইনজীবী মুন জ্য-ইন। দেশের দ্বাদশ রাষ্ট্রপতি হিসাবে সিওলের ব্লু হাউসের বাসিন্দা এবার চান উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে। আর এখানেই আগ্রহ গোটা দুনিয়ার। কারণ, মুন মনে করেন চরম আগ্রাসনের মাধ্যমে কখনই কিম জং উনের দেশের সঙ্গে তাদের সমস্যা মেটানো সম্ভব না। একমাত্র উপায়, আলাপ-আলোচনা। পাশাপাশি, কোরীয় উপসাগরে মার্কিন রণতরী ভিড়িয়ে উত্তর কোরিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলার যে পথ আমেরিকা নিয়েছে সেটাও পছন্দ নয় নব নির্বাচিত দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রপতির। ফলে, চিরশত্রু হিসাবে সুপরিচিত দঃ ও উঃ কোরিয়ার সম্পর্কের সমীকরণ এবার কোন খাতে বয় তা দেখতে খুবই উত্‍সাহী আন্তর্জাতীক মহল। কারণ, এর উপরই বহুলাংশে নির্ভর করছে মার্কিন বিদেশনীতিও।


আরও পড়ুন- বসিতের স্থলাভিষিক্ত হয়ে ভারতে পাক হাইকমিশনার পদে সোহেল মাহমুদ