নিজস্ব প্রতিবেদন: চোখের পলকে ভেঙে গেল ১৫ তলা ভবন। ঘটনটি ঘটেছে চিনের চেংদু শহরে। চিনের সংবাদমাধ্যম পিপল'স ডেইলের পোস্ট করা ভিডিও টুইটে দেখা যাচ্ছে মাত্র ১০ সেকেন্ডের মধ্য হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল ভবন। কিন্তু ওই শহরে হঠাতই ভবনটি ভেঙে পড়ার কারণ কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কিমের পরমাণু নিরস্ত্রীকরণে আশ্বাস পেলেও বরফ গলছে না ট্রাম্পের


সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১৫০ ফুটের ওই ভবনটি ২০ বছরের পুরনো। তাই ভেঙে ফেলা হয়েছে। ভবনটি ভাঙার আগে গোটা এলাকা নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে ভবনটিকে ভাঙা হয়।



ভবনটি মুহূর্তে ধূলিসাত্ হতেই গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। ধুলো দূর করতে জলকামান ব্যবহার করেন দমকল কর্মীরা। জানা যাচ্ছে, শপিং মল, পার্ক, হোটেল, অফিস তৈরি করার জন্য ভাঙা হয়েছে ওই ভবন। 


আরও পড়ুন- নয়া প্রাইভেসি টুলস নিয়ে আসছে ফেসবুক, ক্ষমতা থাকবে ব্যবহারকারীদের হাতে