ওয়েব ডেস্ক: প্রকৃতি মাঝেমাঝেই তার নানা রূপ দেখাচ্ছে। মনে আছে, কিছুদিন আগেই দেশের আকাশে দুটো সূর্য দেখা গিয়েছিল? এবার সেরকমই অদ্ভূত আলো দেখা গেল আমেরিকার আকাশে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আমেরিকার স্থানীয় সময় রাত ১২টা নাগাদ হঠাত্‌ই উল্কাবৃষ্টি শুরু হয়। আমেরিকার নিউ ইংল্যান্ড এবং পূর্ব কানাডার রাতের আকাশের উল্কাবৃষ্টির প্রথম ছবি ধরা পড়েছে রাস্তায় থাকা ক্যামেরায়। হঠাত্‌ এরকম উল্কাবৃষ্টির কারণ হিসেবে বৈজ্ঞানিকেরা জানিয়েছেন যে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রত্যেকদিন হাজার খানেক টন মহাজাগতিক কণা ঢুকে পড়ে। আমরা আকাশে যে সমস্ত উল্কাগুলোকে দেখি, সেগুলো মাটি স্পর্শ করার আগেই বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে ভেঙে যায়। উল্কার সেই সমস্ত ভাঙা টুকরোগুলোই যখন বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় তখন তাকেই আমরা উল্কাবৃষ্টি বলি।


উল্কাপাতের ভিডিওটি দেখে নিন।