Mysterious Metal Ring: আকাশ থেকে এ কী পড়ল! জ্বলন্ত গ্রহাণু? মঙ্গলের পাথর? মহাশূন্যের আবর্জনা? ৫০০ কেজির...
Mysterious Metal Ring in Kenya: গ্রামবাসীরা ঘোরতর আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের সেই আতঙ্ক কাটছেই না। কবে কাটবে, কেউ জানে না। তাঁদের কেউ কেউ মনে করছেন, এই হল পৃথিবী ধ্বংসের ইঙ্গিত!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রামের বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে ২ মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন, প্রায় ৫০০ কেজি ওজনের বস্তুটি আংশিকভাবে পোড়া। ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর। নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি জায়গায়।
বস্তুটি ভাগ্যিস কোনো বাড়ি বা মানুষের উপর পড়েনি। পড়লে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেত। অপ্রত্যাশিত এই ঘটনায় গ্রামবাসীরা ঘোরতর আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং তাঁদের সেই আতঙ্ক এখনও কাটেনি। তাঁদের কেউ কেউ মনে করছেন, এটি আসলে পৃথিবী ধ্বংসের ইঙ্গিত। তবে, তাঁদেরই কেউ কোউ মনে করছেন, এটি আসলে আকাশ থেকে পাঠানো ঈশ্বরের আশীর্বাদ!
কেনিয়ার স্পেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, 'এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে।' তারা আরও জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালে ইলন মাস্কের স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি ভেড়ার খামারে গিয়ে পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রোজকার কাজকর্ম করছিলাম। হঠাৎই বিকট একটা শব্দ শুনে চমকে উঠি। কী হয়েছে? যেদিক থেকে শব্দটা এসেছে, সেদিকে দৌড়ে গিয়ে তাঁরা সেখানে একটি ধাতব বস্তু মাটিতে পড়ে থাকতে দেখেন! ওটা দেখে তাঁরা খুবই ভয় পেয়ে যান। আর-এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ভেবেছিলাম কোনো বিস্ফোরণ! আতঙ্কিত হয়ে ভাবছিলাম, আজই কি পৃথিবী শেষ হয়ে যাবে? আরে একজন বলেন, যদি এটি কারও বাড়ির উপর গিয়ে পড়ত, কী হত? তিনি ঘোরতর আশ্চর্য হয়ে বলেন, আকাশে কি এমন কোনও কোম্পানি আছে, যারা এ ধরনের বস্তু উপর থেকে আমাদের উপর ফেলছে?
আরও পড়ুন: Human Metapneumovirus | HMPV: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে বিশ্ব...
কেনিয়ার স্পেস এজেন্সির স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী একযোগে ধাতব বস্তুটি উদ্ধার করে। বস্তুটি স্পেস এজেন্সির হেফাজতেই রয়েছে। ওটির বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য তদন্ত চালাচ্ছে এজেন্সি। আপাতত তারা জানিয়েছে, বস্তুটি সম্ভবত একটি রকেটের 'সেপারেশন রিং' যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। এমনিতেও ইদানীং মহাশূন্যের আবর্জনার পরিমাণ ভয়ংকর বেড়ে গিয়েছে। সেসবও এসে পড়ছে। স্পেস ট্র্যাশ একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল।