নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ খরা চলছে নামিবিয়ায়। পরিস্থিতি এখন এতটাই মারাত্মক যে তাপপ্রবাহ আর জলের অভাবে সেখানে প্রতিদিন মরছে অসংখ্য পশু-পাখি। এপ্রিল মাসে প্রকাশিত নামিবিয়ার কৃষি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, খরার কারণে প্রায় ৬৩ হাজার ৭০০ পশু-পাখি মারা গিয়েছে সেখানে। তাই খরার কারণে এই সংখ্যাটা আরও বাড়ুক, তা চায় না নামিবিয়া প্রশাসন। তাই খরার প্রকোপ থেকে বাঁচাতে প্রায় ১০০০ বন্যপ্রাণীকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিদ্ধান্ত অনুযায়ী, নিলামে তোলা হয়েছে ১৫০টি স্প্রিং বক, ২৮টি চিতল হরিণ, ৩৫টি ইল্যান্ড, ৬০০টি মহিষ, ৬৫টি অরিক্স, ৬০টি জিরাফ, ও ১৬টি কুডুকে। নামিবিয়া প্রশাসন চাইছে, এই বন্যপ্রাণীগুলিকে নিলামে বিক্রি করে অন্তত ১১ লক্ষ ডলারের তহবিল গড়ে তোলা, যা এর পর বন্যপ্রাণ সংরক্ষণ আর সুরক্ষিত অভয়ারণ্য গড়ে তোলার কাজে লাগানো হবে।



আরও পড়ুন: ফেসবুক লাইভে এ ভাবেই দেখা গেল পাকিস্তানের মন্ত্রীকে! হেসে খুন সবাই


নামিবিয়া পরিবেশ মন্ত্রকের এক মুখপাত্র জানান, বন্যপ্রাণীদের বাঁচাতেই বন্যপ্রাণী নিলামের পথে পা বাড়াতে হল প্রশাসনকে। এ জন্য বিভিন্ন দেশের একাধিক বিনোদন পার্ক আর অভয়ারণ্য কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে নামিবিয়া প্রশাসনের পক্ষ থেকে।