Modi-র মুখেও `জয় বাংলা`, মনে করালেন, মুক্তিযুদ্ধে ভারতের `আত্মহুতি ও রক্তে`র কথা
বাংলাদেশের স্বাধীনতায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) নামও উঠে এসেছে মোদীর (Narendra Modi) ভাষণে।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে শোনা গেল, 'জয় বাংলা।' এর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকার কথাও স্মরণ করালেন প্রধানমন্ত্রী।
সেই ২০১৯ সালে লোকসভা ভোটের সময় থেকে 'জয় বাংলা' স্লোগান দিচ্ছেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। এই তো ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে 'জয় শ্রী রাম' ধ্বনি ওঠে। প্রতিবাদে ভাষণ না দিয়ে মমতা 'জয় বাংলা' বলে সমাপ্ত করেন। বিজেপি শুরু থেকে দাবি করে আসছে, 'জয় বাংলা' বাংলাদেশের স্লোগান। মমতা কী উদ্দেশ্যে এটা বলছেন? তবে 'জয় বাংলা'য় অনড় থেকেছেন তৃণমূল নেত্রী। চলতি বিধানসভা ভোটের প্রচারপর্বে প্রতিটি সভাতে নেত্রীর কণ্ঠে শোনা যাচ্ছে, 'জয় বাংলা'। সেই 'জয় বাংলা' বললেন নরেন্দ্র মোদী। এ দিন ঢাকার অনুষ্ঠানে ভাষণের সমাপ্তিতে মোদী (Narendra Modi) বলেন, 'এই পবিত্র সময়ে বাংলাদেশের সব নাগরিকদের শুভকামনা জানাচ্ছি। ভারত-বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। জয় বাংলা। জয় হিন্দ।'
বাংলাদেশের স্বাধীনতায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামও উঠে এসেছে মোদীর ভাষণে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,' বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল ভারতীয় সমাজের প্রতিটি স্তর। ইন্দিরা গান্ধীর প্রয়াস ও তাঁর ভূমিকাও সর্বজনবিদিত। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, মুক্তিযুদ্ধ শুধু আত্মহুতির নয়,ইতিহাসে একটা নতুন দিশা দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় জওয়ানদের রক্ত বইছে। দুই দেশের সম্পর্ক কোনও চাপে ভাঙবে না। কূটনীতির শিকারও হবে না।'
আরও পড়ুন- West Bengal Election 2021: রবীন্দ্রনাথের দাড়ির স্টাইল আলাদা, আপনাদের কেলেঘাই দাড়ি: Mamata