West Bengal Election 2021: রবীন্দ্রনাথের দাড়ির স্টাইল আলাদা, আপনাদের কেলেঘাই দাড়ি: Mamata

ভোটের প্রচারে কিম্ভূত কিমাকার, হোঁদল কুতকুতের মতো শব্দের ব্যবহারে মোদী-শাহকে নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Updated By: Mar 26, 2021, 10:35 PM IST
West Bengal Election 2021: রবীন্দ্রনাথের দাড়ির স্টাইল আলাদা, আপনাদের কেলেঘাই দাড়ি: Mamata

নিজস্ব প্রতিবেদন: নাম নিলেন না। তবে নরেন্দ্র মোদীর বড় দাড়িই যে তাঁর নিশানায়, তা বাক্যচয়নে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার জনসভায় তৃণমূল নেত্রীর কটাক্ষ, দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ। এক একটার কেলেঘাই দাড়ি।   

কিম্ভূত কিমাকার, হোঁদল কুতকুতের মতো শব্দের ব্যবহারে মোদী-শাহকে নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার বাংলা অভিধানে নতুন শব্দ 'কেলেঘাই দাড়ি' জুড়লেন। এ দিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল নেত্রী (Mamata Banerjee) বলেন,'দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না। দাড়ি থাকলেই যদি রবীন্দ্রনাথ হত, তাহলে সবাই রবীন্দ্রনাথ সেজে বসে থাকত। রবীন্দ্রনাথের দাড়ির স্টাইল আলাদা। রামকৃষ্ণ পরমহংসদেবের দাড়ির স্টাইল আলাদা। আর আপনাদের সব এক একটার কেলেঘাই দাড়ি। কালোয় ভরা ভরা, কয়লায় ভরা ভরা। সবাইকে চোর বলেন, নিজেরা ডাকাতদের ঠাকুরদাদা।'   

এ দিন বাদ যাননি অমিত শাহও (Amit Shah)। নাম না করে তৃণমূল নেত্রী বলেন,'একটা ওদের মন্ত্রী আছে। হোঁদল কুতকুত। বলছে ধামাকা করবে। কী ধামাকা করবে। আমায় গিলে খাবে! আমায় গিলে খেলে পেট ফুঁড়ে বেরিয়ে আসব। পায়ে চোট লাগালে, তারপর গালাগালি দিয়ে বেরাচ্ছো।'  

আরও পড়ুন- WB assembly election 2021: ফের 'বহিরাগত' নালিশ TMC-র, নন্দীগ্রাম-সহ একাধিক এলাকায় নাকাবন্দির নির্দেশ কমিশনের
          

.