ওয়েব ডেস্ক : এবার এই MMS-ই নাকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছে। ভূ-পৃষ্ঠ থেকে ৭০ হাজার কিলোমিটার উচ্চতায় GPS সিগন্যাল স্থাপন করে বিশ্ব রেকর্ড অর্জন করল NASA-র ম্যাগনেটোস্ফেরিক মাল্টিস্কেল মিশন বা MMS।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এবার ভয়ঙ্কর টাইফুনই এগিয়ে নিয়ে যাবে সভ্যতা!


মহাকাশে পাঠানো এই চারটি MMS স্পেশক্রাফ্টের মাধ্যমেই বিশ্বজুড়ে GPS পরিষেবা প্রদান করা হয়। আর তা করতে গিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছিল NASA-কে।


মার্কিন এই মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম বছর থেকেই MMS পৃথিবীর চুম্বকীয় শক্তির সম্পর্কে অনেকটাই ধারণা দিয়েছে বৈজ্ঞানিকদের। আগামি দিনে MMS-কে ব্যবহার করে GPS পদ্ধতিকে আরও উন্নত করা সম্ভব বলে জানানো হয়েছে NASA-র পক্ষ থেকে।