ওয়েব ডেস্ক: আমেরিকার রক্তচাপ বাড়িয়ে দক্ষিণ চিন সাগরে যৌথ নৌমহড়া চালাল চিন ও রাশিয়া। আটদিনের মহড়ায় অংশ নিয়েছিল দুদেশের একাধিক যুদ্ধজাহাজ। যদিও এই মহড়াকে নিয়মমাফিক বলেই বর্ণনা করেছে রুশ ও চিন সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার


এছাড়া, অবশেষে স্বপ্নপূরণ। রকেটে চড়ে ইডাহোর স্নেক রিভার ক্যানিয়ন পার হলেন হলিউডের স্টান্ট ম্যান এডি ব্রাউন। ইভিল স্পিরিট নামের রকেটে নিজেকে বেঁধে ফেলেন ব্রাউন। ঘণ্টায় চারশো তিরিশ মাইল গতিতে মাত্র চার সেকেন্ডে গিরিখাত পার হয়ে যান তিনি।


আরও পড়ুন ঝড়ে উড়ে গেল টারম্যাকে দাঁড়িয়ে থাকা আস্ত একটা প্লেন


এছাড়াও, রাশিয়ার কালিনগ্রাদের হাইওয়েতে গাড়ি থেকে পড়ে গিয়েছিল ছোট্ট বেড়াল ছানাটা। কখনও পাশ দিয়ে, কখনও উপর দিয়ে হুশহুশ করে চলে যাচ্ছিল একের পর এক গাড়ি। আক্ষরিক অর্থেই সুতোর ওপরে ঝুলছিল তার জীবন। তখনই দেবদূতের মত উপস্থিত হন এক গাড়িচালক। উদ্ধার করেন বেড়ালটিকে।