Nelson Mandela International Day 2021: মুক্তির মন্দির-সোপানতলে স্বাধীনতার একাগ্র পূজারী!
দিনটি নিছকই এক গণছুটির দিন নয়, দিনটি নেলসনের লড়াই ও আত্মত্যাগের ঐতিহ্য বহনের প্রতিজ্ঞাদিবস।
নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছর জুলাইয়ের ১৮ তারিখে এই Nelson Mandela International Day পালিত হয়। দিনটি এই স্বাধীনতার পূজারীর জন্মদিনও।
Nelson Mandela ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রশাসক এবং তিনিই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিতত সে দেশের প্রথম কোনও প্রশাসক। সামাজিক ন্যায়বিচারের মূর্ত প্রতীক তিনি। বহু পুরস্কারে সম্মানিত নেলসন পেয়েছিলেন Nobel Peace Prize-ও। তিনি সে দেশের Father of the Nation সম্মানেও ভূষিত।
২০১৪ সালে UN General Assembly তাঁর নামে একটি পুরস্কারের ঘোষণা করল--Nelson Mandela Prize।
তবে Nelson Mandela International Day প্রথম উদযাপিত হয় ২০১০ সালের ১৮ জুলাই। তবে United Nations এরকম একটি দিন পালনের প্রস্তাব দিয়েছিল ২০০৯ সালের নভেম্বরে। জানা যায়, নিজের জন্মদিনটিকে Mandela Day হিসেবে পালনের পরিকল্পনা তাঁরই। নিজের ৯০তম জন্মদিনে তিনি বলেছিলেন, "এবার সময় এসেছে এই ভার তুলে নিতে নতুন হাত এগিয়ে আসার। এবার তোমাকে বাড়িয়ে দিতে হবে হাত।"
প্রত্যেক বছর এ দিনটির একটি থিম থাকে। এ বছর দিনটির থিম হল-- One Hand Can Feed Another।
এ দিনটি আসলে নিপীড়িতের পাশে দাঁড়ানোর, ভীতকে সাহস জোগানোর, দারিদ্র্য মোচনের, পরাধীনতার গ্লানি দূর করার দিন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: South Africa: দক্ষিণ আফ্রিকায় আগুন, লুঠতরাজ, দাঙ্গা; থামছে না হিংসা, মৃত ২১২