World Youth Skills Day: তরুণের স্বপ্ন ও সার্থকতার লগ্ন; প্রতিজ্ঞারও‌!

অতিমারী-উত্তর সময়ে তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনাপূর্ণ অর্থনৈতিক বিশ্ব অটুট রাখাই এ বছরের Youth Skills Day-র লক্ষ্য!

Updated By: Jul 15, 2021, 01:17 PM IST
World Youth Skills Day: তরুণের স্বপ্ন ও সার্থকতার লগ্ন; প্রতিজ্ঞারও‌!

নিজস্ব প্রতিবেদন: তারুণ্যের শক্তি অপরিসীম। তার স্বপ্ন দেখার শক্তিও অঢেল। উদ্যম, প্রাণশক্তি, স্বপ্ন ও কল্পনার মিশেলে ধীরে ধীরে ফুটে ওঠে তরুণ দেহ-মন। 

কিন্তু এই সব তথাকথিত 'বিমূর্ত' কথাগুলি শুধু বললেই তো হল না, তার একটা উদযাপন হবে না! সেই উদযাপনের লক্ষ্যেই ভাবা হয়েছে World Youth Skills Day-র মতো একটি দিনের।

আজকের তারিখে, মানে, ১৫ জুলাই এদিনটি বিশ্ব জুড়ে পালিত হয়। তারুণ্যের সব চেয়ে বড় লক্ষ্য শিক্ষা অর্জন, নিজেকে তৈরি করা, নিজেকে আসন্ন চ্যালেঞ্জের যোগ্য করে তোলা। আর এজন্য  'স্কিল ডেভলপমেন্ট' সব চেয়ে জরুরি। United Nation এই দিনটির উদগাতা। 

আরও পড়ুন: চিনকে শায়েস্তা করতে দ্রব্য আমদানিতে নিষেধাজ্ঞা আমেরিকার, বিল পাস সেনেটে

Youth Skills Day হল সেই বিশেষ দিন যেদিন, বিভিন্ন টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন এবং বিভিন্ন বিষয়ের ট্রেনিং ইনস্টিটিউশন, কোম্পানি বা সংগঠন ইত্যাদির সঙ্গে সমাজের তরুণ প্রজন্মের যোগাযোগ তৈরি করে দেওয়ার দিন।

খুব বেশি দিন অবশ্য এদিনটি পালিত হচ্ছে এমন নয়। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর Youth Skills Day পালনের কথা প্রথম ভাবে
United Nations General Assembly। ২০১৫ সালে বিশ্ব জুড়ে প্রথম দিনটি পালিত হয়।

প্রত্যেক বছরই এ দিনটির একটি থিম থাকে। এ বছরের থিমের সঙ্গে অবধারিত ভাবে জড়িয়ে গিয়েছে অতিমারী-প্রসঙ্গ। এ বছরের থিম-- 'Reimagining Youth Skills Post-Pandemic'। কাজের দুনিয়া, কর্মসংস্থানের ক্ষেত্রে বিপুল নেতিবাচক প্রভাব ফেলেছে করোনা। ফলে, আগামি দিনে সব চেয়ে বড় চ্যালেঞ্জ-- এই অতিমারীজনিত ক্ষতিকে অতিক্রম করে তরুণ প্রজন্মের জন্য  আবার সুস্থ স্বাভাবিক কর্মদুনিয়ার দরজা খুলে দেওয়া।

ফলত, অতিমারী-উত্তর সময়ে তরুণ প্রজন্মের জন্য এক সম্ভাবনাপূর্ণ অর্থনৈতিক বিশ্ব অটুট রাখাই এ বছরের Youth Skills Day-র এক ও অদ্বিতীয় লক্ষ্য!

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: বিশ্বজুড়ে এক লাফে অনেকটা বাড়ল Corona সংক্রমণের হার, তৃতীয় ঢেউ কি তবে এসে গেল?

.