নিজস্ব প্রতিবেদন: নেপালের রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পটবদল। পার্লামেন্ট ভেঙে গেল নেপালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, রবিবার সকালেই এই নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বৈঠক নিয়ে কে পি শর্মা ওলি ক্যাবিনেটের শক্তিমন্ত্রী (Energy Minister) জানিয়েছেন, আজকের বৈঠকের মুখ্য উদ্দেশ্য প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন জানানো। 


নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল, যিনি প্রচণ্ড ( Prachanda) নামেই বেশি পরিচিত, তাঁর ন্যাশনাল কমিউনিস্ট পার্টি (NCP) থেকে চাপ আসার পরেই এই ঘটনা। কে পি শর্মা ওলি শনিবার সন্ধেবেলাতেই প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারীর (Bidya Devi Bhandari) সঙ্গে রাজনৈতিক সমীকরণ নিয়ে এক প্রস্ত জরুরি আলোচনার জন্য দেখাও করেন বলে খবর। 


ALSO READ: পর্ন DVD-র কালেকশন নষ্ট করেছিল বাবা-মা, ৭৫,০০০ ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে ছেলে