COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা একলাফে বেড়ে সাত হাজার ছাড়াল। প্রতিদিনই ধ্বংস্তূপের নীচ থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। ধ্বংসস্তূপের নীচে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শনিবারই ঘোষণা করেছে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক। এই পর্যন্ত উদ্ধার হওয়া আহতের সংখ্যা ১৪,০২৩। ভূমিকম্পের জেরে নামা তুষারধসে তছনছ হয়ে গেছে এভারেস্ট বেস ক্যাম্প।


খোঁজ নেই হাজারেরও বেশি ইউরোপীয় পর্বতারোহীর। নেপালজুড়ে উদ্ধারকাজ চালাচ্ছে প্রায় কুড়িটি দেশের বিপর্যয় মোকাবিলা দল।  ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন সতেরো লক্ষ মানুষ। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মৃতদেহ থেকে সংক্রামক ব্যাধি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে ইউনিসেফ।