সুবিধের নয় `বন্ধু` চিন, `ভারত বিরোধী` উপ-প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রক থেকে সরিয়ে মৈত্রীর বার্তা ওলির
উপ-প্রধানমন্ত্রী পোখরেল এতদিন ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে। এখন তাঁর আর কোনও দফতর নেই।
নিজস্ব প্রতিবেদন: ভারতের তিনটি এলাকা দেশের মানচিত্র স্থান দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করে রেখেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ক্রমাগত ভারত বিরোধী বিবৃতি দিয়ে তিনি একাধিকবার আক্রমণ করেছেন দিল্লিকে। সেই ওলিই এবার তাঁর মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন ভারত বিরোধী বলে পরিচিত উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেলকে।
আরও পড়ুন-চাঞ্চল্যকর তথ্য! করোনা হলে চিরতরে হারিয়ে যেতে পারে শোনার ক্ষমতা
ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে নেপালের পেছনে চিনের প্ররোচনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এহেন 'বন্ধু' চিনই উত্তর নেপালের একাংশ দখল করে একাধিক বিল্ডিং খাড়া করে দিয়েছে। এনিয়ে কাঠামান্ডুতে চিনা দূতাবাসের সমানে বিক্ষোভও দেখায় জনতা।
আগামী ৩ নভেম্বর নেপাল সফরে যাচ্ছেন সেনাপ্রধান নারাভানে। তার আগেই উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে মৈত্রীর বার্তা দিলেন ওলি! এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উপ-প্রধানমন্ত্রী পোখরেল এতদিন ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে। এখন তাঁর আর কোনও দফতর নেই।
আরও পড়ুন-কবে থেকে চলবে রাজধানী-শতাব্দী-তেজসের মতো প্রিমিয়াম ট্রেন, জেনে নিন
উল্লেখ্য, গত মে মাসে লিপুলেখে হয়ে মানস সরোবর প্রযন্ত রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া নিয়ে ভারত ও নেপালের মধ্যে সংঘাত শুরু হয়। পাশাপাশি ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রে স্থান দেয় নেপাল। এনিয়ে কড়া মন্তব্য করেছিলেন সেনাপ্রধান নারাভানে। তিন ইঙ্গিত করেন, নেপালেরও কার্যকলাপের পেছনে চিনের মদত রয়েছে। নারাভানের ওই মন্তব্যে বেজায় চটে ভারতীয় সেনার গোর্খা জওয়াদের খেপিয়ে তোলার চেষ্টা করেন ঈশ্বর পোখরেল। তিনি বলেন, নারাভানের মন্তব্য নেপালিদের ভাবাবেগকে আঘাত করেছে। গোর্খারা ভারতের নিরাপত্তার জন্য প্রাণ দিয়েছে। নারাভানের মন্তব্যের পর ভারতীয় সেনায় গোর্খা সেনারা আর তাঁদের ঊধ্ব্তন অফিসারদের সম্মান করবে না।