নিজস্ব প্রতিবেদন: ভারতের ভূখণ্ড দেশের মানচিত্রে স্থান দিতে গিয়ে দিল্লির দিকে আঙুল তুলেছিল নেপালের ওলি সরকার। এখন নিজের দেশে ঢুকে পড়েছে 'বন্ধু' চিন। উত্তর নেপালের গুমলা জেলায় বেশ কয়েকটা বাড়ি বানিয়ে ফেলেছে চিনা সেনা। এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ হল কাঠমান্ডুতে চিনা দূতাবাসের সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিদেশি লগ্নিতে জোড়া প্রকল্প রাজ্যে, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 


বেশ কিছুদিন ধরেই ধরেই উত্তর নেপালে ঘাঁটি গেড়ে বসেছিল চিনা সেনা। তখন ভারতের সঙ্গে সংঘাতে মেতে চিল নেপাল সরকার। এর মধ্য়েই গুমলায় পাহাড়ের কোলে ৯-১১টি বাড়ি বানিয়ে ফেলেছে চিনা সেনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ।


বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে নেপালের মাটিতে ওইসব বাড়ি বানিয়েছে চিন। শুধু তাই নয়, এলাকায় নেপালিদের ঢুকতেও দিচ্ছে না। ওইসব বাড়ি সরকারের অনুমতি ছাড়াই বানানো হয়েছে।


আরও পড়ুন-অসাংবিধানিক ভাবে পাস হয়েছে কৃষি বিল; সাক্ষর করবেন না, রাষ্ট্রপতির কাছে দরবার বিরোধীদের


এদিকে, সোশ্যাল মিডিয়াতেও চিনের বিরুদ্ধে সরব হলেন নেপালের সাধারণ মানুষ। তবে চিন নেপালের কোনও জমি দখল করার কথা উড়িয়ে দিয়েছে। নেপালে চিনা দূতাবাস থেকে বলা হয়েছে  গোটা বিষয়টির ভুল ব্যাখ্যা করছে ভারতের মিডিয়া।  তবে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জমি দখলের বিষয়টি তদন্ত করতে একটি টিম পাঠিয়েছে হুমলায়।