নিজস্ব প্রতিবেদন: জার্মানি পারলে ভারত পারবে না কেন? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী পেরেছে জার্মানি? 


অপ্রয়োজনীয় বর্জ্যের ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য পাত্র বাধ্যতামূলক করতে চলেছে জার্মানি। জার্মানির পরিবেশমন্ত্রী সেভেঞ্জা শুলজে ক্যাফে এবং রেস্তোরাঁগুলিতে পুনরায় ব্যবহারযোগ্য পাত্র রাখার কথা বলেছেন। ক'দিন আগে স্থানীয় রেডিওকে তিনি জানান, ক্যাফে এবং রেস্তোরাঁ একেবারে ছোট বা যেখানে কর্মীসংখ্যা খুব কম (জনানিতেক), সেখানে অবশ্য এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। তিনি পরিষ্কার বলেন, 'একবার ব্যবহার করলাম আর ছুঁড়ে ফেলে দিলাম, এই মানসিকতায় এ বার পরিবর্তন আনতে হবে৷'


আগামী দিনে সে দেশে সফ্ট ও হার্ড ড্রিঙ্কের প্যাকেজিংয়ের ক্ষেত্রেও বলবৎ হতে চলেছে এই নিয়ম। ফলের রস, মদ বা অন্যান্য পানীয়ের বোতলও দোকানে ফেরত দেওয়ার কথা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, এ সব বোতলের অন্তত এক-চতুর্থাংশ রিসাইক্লিং প্লাস্টিক পিইটি (পরিবেশবান্ধব প্লাস্টিক) দিয়ে তৈরি হওয়াটা নিশ্চিত করতে হবে। তিনি মনে করেন, বোতল ফেরত দিয়ে টাকা পাওয়া গেলে কেউ আর সেসব বাইরে ফেলবেন না। তাতে পরিবেশেরই উপকার হবে।


সেভেঞ্জার পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালে আইনটি কার্যকর হতে পারে। ভারত কবে এরকম ভাববে?


আরও পড়ুন:  সকলের জন্য করোনা টিকা, এ বার ডাক দিলেন সৌদির রাজাও