নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর। মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান কোটস জানিয়েছেন, পাকিস্তান নতুন ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্রও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে কোটস জানিয়েছেন, স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্র ছাড়াও সমুদ্র ও আকাশ থেকে ছোঁড়া ‌যায় এমন ক্রুজ মিসাইল ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উপরেও পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান। এতে ভারতীয় উপমহাদেশে শান্তি নষ্ট হতে পারে। প্রসঙ্গত, জম্মুর সেঞ্জুয়ান সেনাঘাঁটিতে হামলা করার কথা স্বীকার করেছে জৈশ-ই-মহম্মদ। তার পরেও পাকিস্তানের এই অস্ত্র গবেষণা ভারতকে বিপদে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন কোটস।


আরও পড়ুন-পিপিএফ-এ একগুচ্ছ বদল, করছাড় জারি রেখে আগাম টাকা তোলার প্রস্তাব


চিনের সঙ্গে পাকিস্তানের ওঠাবসাকেও ভালো চোখে দেখছেন না মার্কিন গোয়েন্দা প্রধান। কোটস জানিয়েছেন, চিনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা মার্কিন ‌যুক্তরাষ্টেরর বিপদের কারণ হতে পারে। পাশাপাশি, পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে থাকা জঙ্গিরা ভারত ও আফগানিস্থানে হামলা চালাতে পারে।