সংবাদ সংস্থা : মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে জঙ্গি হামলায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল সংলগ্ন জনবহুল এলাকায় বাইক লেনে ঢুকে পড়ে একটি ভাড়ার ট্রাক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৮ জনের। মার্কিন মুলুকে জঙ্গি হানার পর পরই আতঙ্ক ছড়ায়। সেই সঙ্গে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, নিউ ইয়র্ক শহরে সইফুল্লো সাইপভ নামে যে জঙ্গি হামলা চালিয়েছে, তার হাতে রয়েছে একটি বন্দুক। আর ওই বন্দুক নিয়েই সইফুল্লো ঘুরে বেড়াচ্ছে রাস্তা জুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নিউ ইয়র্কে জঙ্গি হামলা, ট্রাকের চাকায় পিষ্ট ৮ 


ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন, সইফুল্লো নামে ওই জঙ্গির হাতে রয়েছে পেলেট গান। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল এলাকায় ঢুকে ওই ব্যক্তি প্রথমে এক পুলিস অফিসারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে হামলার আঁচ পেতেই এরপর ওই অফিসারকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন : জোরদার বিস্ফোরণে ক্নেপে উঠল কাবুল, প্রাণ গেল ১৩ জনের 


এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পর পর ৮ জনের। আহত হন আরও অনেকে। হামলার পর পরই গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।


দেখুন সেই ভিডিও..