জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে করেই ফেলল দেশটি। বহু দেশ বহু বার বহু ভাবে চেষ্টা করেছে, কিন্তু নানা বাধার মুখে পড়েছে। কখনও করতে পেরেছে, কখনও সেভাবে সফল হয়নি। কিন্তু এ বিষয়ে অনেকটাই এগিয়ে গেল নিউ জিল্যান্ড। তারা বন্ধ করে দিতে চলেছে সিগারেট বিক্রি। আইন করে বন্ধ করে দিতে বসেছে ধূমপান। তামাকশিল্পের প্রসার রোধে ইদানীং কালের মধ্যে সবচেয়ে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে নিউ জিল্যান্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আফ্রিকার ক্ষুধার্ত সিংহ দাপিয়ে বেড়াচ্ছে কাতার, ঢেউ জাগবে কি মরক্কোর সৈকতে?


কী করতে চলেছে দেশটি?


২০০৯ সালের ১ জানুয়ারিতে বা ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া নাগরিকের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার আইন করছে তারা। নিউ জিল্যান্ড বলছে, পরবর্তী প্রজন্মের সুরক্ষায় ধূমপান নিষিদ্ধকরণে বিশ্বের প্রথম আইন এটি। ২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড ধূমপানমুক্ত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আর এই লক্ষ্য অর্জনেই নতুন আইন পাস আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশ জুড়ে সিগারেট বিক্রির জন্য অনুমোদিত দোকানের সংখ্যা ৬০০০ থেকে কমিয়ে ৬০০ করা হবে। এই আইন চূড়ান্ত হয়েছে। ২০২৩ সাল থেকে এটি কার্যকরও হবে।


আরও পড়ুন: World's Richest Man: এবার এলন মাস্ক নিজেই 'পদচ্যুত'! জেনে নিন কে এলেন তাঁর জায়গায়...


নিউজিল্যান্ডে অবশ্য এখন ধূমপানের হার অনেকটাই কম। এক বছর আগে দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯.৪ শতাংশ ধূমপায়ী ছিলেন, যা এ বছর কমে ৮ শতাংশে নেমে এসেছে। এক দশক আগের তুলনায় দেশটিতে ধূমপায়ীর হারও অর্ধেকে নেমে এসেছে।


যাই হোক, আইনটি পাসের বিষয়ে নিউ জিল্যান্ডের সহ-স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করবেন এবং ধূমপানজনিত অসুস্থতা, যেমন ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকের হাত থেকে মুক্তি পাবেন। এতে স্বাস্থ্য খাতেও ৫০০ কোটি মার্কিন ডলার খরচ কমবে!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)