নিজস্ব প্রতিবেদন: মাত্র একজন সংক্রমিতের জন্য গোটা দেশে লকডাউন! গত ছ'মাসে করোনা-সংক্রমণ থেকে মুক্ত ছিল নিউজিল্যান্ড। তবে সদ্য সেদেশে একজন ডেল্টা সংক্রমিত ধরা পড়েছেন। আর তার পরই সেখানে তড়িঘড়ি লকডাউন ঘোষিত হয়েছে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনার সূত্রেই নিউজিল্যান্ডের (New Zealand)  প্রধানমন্ত্রী (Prime Minister Jacinda Ardern) সেদেশে কড়া লকডাউনের (strict Lockdown)কথা ঘোষণা করলেন। করোনা সংক্রমণের (COVID-19) তুঙ্গ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আর্ডেনের লাইন ছিল-- Go hard, Go Early। তাঁর সেই রণকৌশল তখন যথেষ্ট কাজ দিয়েছিল। 


আরও পড়ুন: Blue Whales: সমুদ্রজল থেকে লাফিয়ে উঠল ৯০ ফুট দীর্ঘ নীল তিমি!


তবে আবার নতুন করে সহসা লকডাউন ঘোষিত হওয়ায় সে দেশের লোকজন একটু সঙ্কটেই পড়েছেন বলে শোনা যাচ্ছে। হঠাৎ করে স্কুল-কলেজ, অফিস-কাছারি এবং ব্যবসাপত্রে ঝাঁপ বন্ধ হওয়ায় জনজীবন বেশ কিছুটা ব্যাহতই হয়েছে।


শোনা যাচ্ছে, চলতি এই লকডাউন আপাতত কোথাও তিনদিনের, কোথাও সাতদিনের। সেখানে সংক্রমণের আশঙ্কা বেশি, সেখানে লকডাউন ৭ দিনের, যেমন অকল্যান্ডে (Auckland)।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Afghanistan: কাবুল থেকে লোকজন সরানোর কাজটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ: Joe Biden