ওয়েব ডেস্ক: ইংরেজিতে একটা প্রবাদ আছে, 'A Picture Is Worth A Thousand Words'। একটা ছবির থাকে হাজার শব্দ বলার ক্ষমতা। তাই বিশ্ব যতবার ভয়াবহতার সম্মুখীন হয়েছে কোন একটা ছবি তার মুখ হয়ে কথা বলেছে। হাজার শব্দ হাজার কথা চালাচালি কোনও কিছুই অনুপ্রবেশ সমস্যার আসল রূপ দেখাতে পারেনি। কিন্তু সমুদ্রের ধারে মুখ থুবড়ে পড়ে থাকা ছোট্ট আয়লানের একটা ছবি গোটা বিশ্বকে হেলিয়ে দিয়েছিল। এর আগে ২০০৫ সালেও বিশ্ব দেখেছিল এমন এক ছবি। সারা শরীর বিস্ফোরণের ক্ষত। ঝরে পড়ছে রক্ত। এভাবেই প্রাণের দায়ে এজওয়ার রোড স্টেশন থেকে বেড়িয়ে আসছেন এক ব্যক্তি। এই ছবিই ছিল লন্ডন টিউব বিস্ফোরণের প্রতীক। ব্রাসেলস বিস্ফোরণেও ধরা পড়ল সেই 'ফেস অব হরর'। এই ছবিই বিস্ফোরণের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মুম্বইয়ের বাসিন্দা নিধি ছাপড়া জেট এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট। বিস্ফোরণের দিন তাঁর ব্রাসেলস থেকে আমেরিকাগামী একটি বিমানে ডিউটি ছিল। কয়েক সেকেণ্ড যদি হাতে সময় পেতেন তাহলে হয়ত ওই বিমানে উঠেও যেতেন। কিন্তু ভাগ্যের ফেরে তাঁর রওনা দেওয়ার আগেই ঘটে বিস্ফোরণ। আহত নিধি ছাপড়া ক্ষত বিক্ষত শরীরে এয়ারপোর্টের সিটে গিয়ে বসেন কোনওরকমে। হলুদ জ্যাকেটে তাঁর রক্তাক্ত শরীরের ছবি মুহূর্তে হয়ে ওঠে ব্রাসেলস বিস্ফোরণের 'ফেস অব হরর'। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় #Pray For Nidhi। খবরের কাগজ থেকে ওয়েবসাইটে সর্বত্র ব্রাসেলস বিস্ফোরণের মুখ এখন নিধির ছাপাড়িয়ার এই ছবি।